ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সার সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বার্সার সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ পিএসজির মাঠে লিওনেল মেসিদের অসহায় আত্মসমর্পণ/ছবি: সংগৃহীত

বার্সেলোনাকে ইতিহাস গড়েই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হবে। ন্যু ক্যাম্পে শেষ ষোলোর ফিরতি পর্বে মেসি-নেইমারদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ। প্যারিসে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার লজ্জায় ডোবে স্প্যানিশ জায়ান্টরা।

অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া, জুলিয়ান ড্রাক্সলার ও এডিসসন কাভানির গোলে দাপুটে জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখলো ফরাসি চ্যাম্পিয়নরা। কোনো দলই চার গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের বাধা টপকাতে পারেনি।

অর্থাৎ, লুইস এনরিকের বার্সাকে টুর্নামেন্টে টিকে থাকার দৌড়ে রেকর্ড গড়েই জিততে হবে ৫-০ গোলে। নির্ধারিত সময়ে কমপক্ষে সমান ব্যবধানে (৪-০) এগিয়ে থাকতে পারলেই খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। পিএসজি একবার বল জালে জড়ালেই অ্যাওয়ে গোলের সুবিধা পেয়ে যাবে।

আর পড়ুন...ডি মারিয়ায় ধরাশায়ী বার্সা

তাই আক্রমনাত্মক ফুটবলের পাশাপাশি রক্ষণভাগকেও সুরক্ষিত রাখার বিকল্প নেই। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে লুইস এনরিকের শিষ্যরা। আগামী ৮ মার্চ (বুধবার) শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচ ‍অনুষ্ঠিত হবে। ন্যু ক্যাম্পে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

সবশেষ ২০১২-১৩ মৌসুমে এমন ভুলের থাকার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বার্সা। কিন্তু, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-০ গোলে হারের পর ঘরের মাঠেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন ইনিয়েস্তারা। দুই লেগ মিলিয়ে কাতালানদের ৭-০ গোলের লজ্জায় ডোবায় বাভারিয়ানরা।

ইতিবাচক দিকও রয়েছে। ওই আসরের শেষ ষোলোতে এসি মিলানের মাঠে ২-০ গোলে হারের পর ন্যু ক্যাম্পে ৪-০ গোলের উড়ন্ত জয় তুলে নিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। সেখান থেকেও অনুপ্রেরণা নিতে পারে টিম বার্সা।

বাংলাদেশস সময়: ১২১৫ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।