ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোয়ার্টারে এক পা দিয়ে রাখলো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
কোয়ার্টারে এক পা দিয়ে রাখলো রিয়াল ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির বিপক্ষে ৩-১ ব্যবধানের দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে এ পা দিয়ে রাখলো জিনেদিন জিদানের শিষ্যরা। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা, টনি ক্রুস ও কাসিমিরো।

বুধবার রাতে ঘরের মাঠে সান্থিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান জায়ান্ট নাপোলিকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে ম্যাচের প্রথমেই লিড নিয়ে স্বাগতিকদের থমকে দেয় নাপোলি।

এদিন ম্যাচের আট মিনিটেই লোরেনঞ্জো ইনসিংগনে দুর্দান্ত গোল করে সফরকারীদের এগিয়ে দেন।

তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। ১০ মিনিট পরেই দানি কারবাহালের পাস থেকে গোলে করে গ্যালাকটিকোদের সমতায় ফেরান ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। পরে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় রিয়াল। ফলে খুব দ্রুতই লিড নিতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিন কোনো গোল না করতে পারলেও গোলে সহায়তা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার পাস থেকেই মিডফিল্ডার টনি ক্রুস ৪৯ মিনিটে গোল করেন। পাঁচ মিনিট পরে আরও একটি গোল করেন কাসিমিরো।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। পাশাপাশি দ্বিতীয় লেগের আগে নিজেদের বেশ এগিয়ে রাখলো দলটি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।