ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফুটবল

বার্সার হারে খুশি রিয়াল অধিনায়ক রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বার্সার হারে খুশি রিয়াল অধিনায়ক রামোস সার্জিও রামোস-ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হেরে যাওয়া দেখে খুশিই হয়েছেন রিয়াল মাদ্রিদ ‍অধিনায়ক সার্জিও রামোস। আর শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ প্রথম লেগে ধরাশায়ী হওয়াটা তৃপ্তি দিতেই পারে এ ডিফেন্ডারকে। কারণ নিজেদের ম্যাচে বড় ব্যবধানে জিতে আবার এগিয়ে রয়েছে রিয়াল।

প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ৪-০ গোলে প্রথম লেগে হেরে যায় বার্সা। অপরদিকে ঘরের মাঠে প্রথম লেগে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারায় জিনেদিন জিদানের শিষ্যরা।

বার্সার হারের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে জবাবে রামোস বলেন, ‘আমি আমার বন্ধুদের ভুগতে দেখতে পছন্দ করবো না। তবে অবশ্যই বার্সা জিতুক এটা আমি চাই না। ’

এদিকে রামোসের সাবেক রিয়াল সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া বার্সার বিপক্ষে জোড়া গোল করেছেন। তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সও রামোসকে বিস্মিত করতে পারেনি, ‘আমি বিস্মিত না। কারণ চ্যাম্পিয়নস লিগে যে কোনো দলেরই বাজে সময় আসতে পারে। তবে পিএসজি দারুণ খেলেছে। তারা প্রতিপক্ষকে চাপে রেখেছিল। ’

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।