ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ড্র করেও শীর্ষে বায়ার্ন, ডর্টমুন্ডের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ড্র করেও শীর্ষে বায়ার্ন, ডর্টমুন্ডের বড় জয় ছবি:সংগৃহীত

জার্মান বুন্দেলিগায় হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। হার্থা বার্লিনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ড্রয়ের পরেও লিগ টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রাতের অপর ম্যাচে ওলফসবার্গকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড।

রোববার রাতে অলিম্পিয়াস্টেডিয়নে আতিথিয়েতা নিতে যায় বায়ার্ন। তবে ম্যাচের ২১ মিনিটেই ভেদাদ ইবিসেভিকের গোলে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা।

কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ে রবার্ট লেভান্ডভস্কি গোল করে দলকে হারের মুখ থেকে বাঁচান।

অপর ম্যাচে ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে জেফরি ব্রুমার আত্মঘাতি গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধে লুকাস পিসজজেক ও ওসমান দেমবেলের গোলে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিপজিগ। আর ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় ডর্টমুন্ড।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।