ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ অাটে মুখোমুখি ম্যানইউ-চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
শেষ অাটে মুখোমুখি ম্যানইউ-চেলসি এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ম্যানইউ-চেলসি (বামে)/ছবি: সংগৃহীত

এফএ কাপের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। শেষ ষোলোতে দ্বিতীয় সারির দল ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে রেড ডেভিলসদের ২-১ গোলে জয়ের পর শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতের ম্যাচটিতে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল (৭৫ মিনিট) উপহার দেন দুর্দান্ত ফর্মে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ। ক’দিন আগেই ইউরোপা লিগে ম্যানইউর জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক উল্লাসে মাতেন সুইডিশ তারকা।

প্রথমার্ধে সমতা ফেরানো গোলটি করেন উঠতি ইংলিশ ফরোয়ার্ড মার্কাশ রাশফোর্ড।

পঞ্চম রাউন্ডে দ্বিতীয় সারির আরেক দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে চেলসির জয়টি আসে ২-০ ব্যবধানে। কোয়ার্টারের অপর তিন ম্যাচে টটেনহাম-মিলওয়াল, মিডলসবরোর বিপক্ষে হাডার্সফিল্ড টাউন অথবা ম্যানসিটি,  লিংকন সিটির মুখোমুখি হবে সাটন ইউনাইটেড-আর্সেনাল ম্যাচের বিজয়ী। সবগুলো ম্যাচ ১১ মার্চ মাঠে গড়াবে।

এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন হোসে মরিনহোর ম্যানইউ। এ আসরে চেলসি সবশেষ শিরোপা জিতেছিল ২০১১-১২ মৌসুমে। দু’দলের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ঘিরে উত্তাপ শুরু হয়ে গেছে!

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।