ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেলের প্রত্যাবর্তনে শেষ ষোলোতে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বেলের প্রত্যাবর্তনে শেষ ষোলোতে রিয়াল ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে ফিরেই দারুণ পারফরম্যান্স প্রদর্শন করলেন গ্যারেথ বেল। ফুয়েনলাব্রাদার বিপক্ষে কোপা দেল রের শেষ ষোলো নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচে দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজান জিনেদিন জিদান। ২-২ গোলে ড্র হলেও প্রথম লেগের ২-০ ব্যবধানের জয়ে ৪-২ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে মার্কো অ্যাসেনসিও ও লুকাস ভাজকুয়েজের পেনাল্টিতে ২-০ গোলের জয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাসেনসিও-ভাজকুয়েজকেও রাখেননি জিদান।

ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সার্জিও রামোস, মার্সেলোসহ সিনিয়রদের বিশ্রামে রাখেন তিনি। ছিলেন কেবল মাঠে নামতে মুখিয়ে থাকা বেল।

ফিরতি পর্বের ম্যাচে রিয়াল টিমের গড় বয়স ২২ বছর ১৫৬ তিনি। ক্লাবের দায়িত্ব নেওয়ার পর এটাই জিদানের সবচেয়ে কম বয়সী একাদশ।

ছবি: সংগৃহীতদ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে বদলি হিসেবে নেমেই দুর্দান্ত অ্যাসিস্টে দলকে সমতায় ফেরান দু’মাসের ইনজুরি কাটিয়ে ফেরা বেল। ডান প্রান্ত থেকে ওয়েলস তারকার ক্রস হেডে জালে পাঠান প্রতিভাবান স্প্যানিশ ফরোয়ার্ড বোর্জা মায়োরাল।

আট মিনিট বাদেই ২-১ ব্যবধানে লিড নেয় লস ব্লাঙ্কসরা। এই গোলটিতেও অবদান রাখেন বেল। তার প্রচেষ্টা গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে জোড়া গোল আদায় করে নিতে কোনো ভুল করেন ২০ বছর বয়সী মায়োরাল। নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্কোরলাইন ২-২ করে ভিজিটররা। প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম লিড নিয়েছিল ফুয়েনলাব্রাদা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।