ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বড় ব্যবধানে জিতে শেষ ষোলোয় বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বড় ব্যবধানে জিতে শেষ ষোলোয় বার্সা ছবি:সংগৃহীত

রিয়াল মুর্সিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলোতে জায়গা করে নিল বার্সেলোনা। আগের লেগে ৩-০ গোলে জেতায়, দুই লেগের অ্যাগ্রিগেটে ৮-০ ব্যবধানে বড় জয়ই পেল আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগের খেলায় মুর্সিয়াকে আতিথিয়েতা জানায় বার্সা। এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজসহ দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারদের।

খেলার ১৬ মিনিটেই পাকো আলকাসেরের হেডে এগিয়ে যায় বার্সা। তবে এই ব্যবধানে এগিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।  

ম্যাচের দ্বিতীয়ার্ধেই বেশি আক্রমণাত্মক হয়ে খেলে বার্সা। ফলও পায় দারুণ, ৫৬ মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন জেরার্ড পিকে। চার মিনিট পরেই অ্যালেক্সিস ভিদাল স্কোর ৩-০ করেন। ৭৪ মিনিটে ডেনিস সুয়ারেজ একটি গোল করেন। আর ৭৯ মিনিটে হোসে আরনাইজ প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।  

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।