ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

মেসিদের অন্তর্বর্তীকালীন কোচ আইমার-স্কালোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৭, আগস্ট ৩, ২০১৮
মেসিদের অন্তর্বর্তীকালীন কোচ আইমার-স্কালোনি মেসিদের অন্তর্বর্তীকালীন কোচ আইমার-স্কালোনি-ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলো আইমার ও লিওনেল স্কোলানি।

আগামী সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন নতুন দুই কোচ আইমার ও লিওনেল স্কোলানি। এদের মধ্যে রাশিয়া বিশ্বকাপে সদ্য বিদায়ী আর্জেন্টাইন কোচ সাম্পাওলির সহকারী ছিলেন স্কোলানি।

আর আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক মিডফিল্ডার আইমার বিগত কয়েক বছর ধরেই দেশটির অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব সামাল দিচ্ছিলেন।

অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের কথা জানিয়ে বৃহস্পতিবার (০২ আগস্ট) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, 'শীঘ্রই এই দুই অন্তর্বর্তীকালীন কোচের মধ্যে কাকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে তা জানানো হবে। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চাই। '

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে বিদায় নেওয়ার পর থেকেই কোচ সাম্পাওলিকে সরিয়ে দেওয়ার দাবি উঠে। সেই মোতাবেক তাকে সরিয়েও দেওয়া হয়। এতদিনে তার বিকল্প নিয়োগ দিলো এএফএ।

আগামী ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে গুয়েতেমালার বিপক্ষে পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর চারদিন পর নিউ জার্সিতে কলম্বিয়ার মুখোমুখি হবেন মেসিরা।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ০৩ আগস্ট, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।