ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, আগস্ট ২৩, ২০১৮
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রিয়াল মাদ্রিদের নাম-ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে পাড়ি দেওয়ার পরও ২০১৮ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। গুগলের দেওয়া তথ্য অন্তত তাই বলছে।

বিশ্বের প্রায় ৯৭টি দেশে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। এসব দেশ মূলত ইউরোপ, এশিয়া, আফ্রিকা আর দুই আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত।

আরও সংক্ষেপ করলে ইউরোপের সুইজারল্যান্ড, রাশিয়া, সার্বিয়া এবং ক্রোয়েশিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় ক্লাব রিয়াল। তবে এর পেছনে বড় কারণ রিয়ালের ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ বলে জানিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যম।

বিভিন্ন সংবাদের হেডলাইন লেখা হয় যাকে ঘিরে সেই রোনালদো এবার আর রিয়ালে নেই। তবে গত ৫ মৌসুমে চার চ্যাম্পিয়নস লিগ জেতায় রিয়ালের জনপ্রিয়তা এমনিতেই বিশ্বজুড়ে বেড়ে গেছে।  

গুগলের তথ্যমতে, খেলোয়াড়দের মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে লুকা মদ্রিচকে।

রিয়ালের পরই গুগল অনুসারে জনপ্রিয়তায় এগিয়ে আছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।