ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

সাফের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, সেপ্টেম্বর ২, ২০১৮
সাফের ট্রফি উন্মোচন সাফের ট্রফি উন্মোচন-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর মাত্র দুদিন পরেই মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল দলের সবচেয়ে বড় টুর্নামেন্টে সাফ চ্যাম্পিয়নশিপ। এরই লক্ষ্যে রোববার (২ সেপ্টেম্বর) আসরটির ট্রফি উন্মোচিত হলো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ০৪ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত ‘সাফ সুজুকি কাপ ২০১৮’ এর খেলাসমূহ ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  

উক্ত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে।

দুটি গ্রুপে বিভক্ত হয়ে সার্কভুক্ত দলগুলো টুর্নামেন্টের প্রাথমিক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।  

আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

উক্ত টুর্নামেন্ট এর ট্রফি উন্মোচন উপলক্ষে রোববার বিকাল  ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানীত সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন উক্ত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও শ্রীলঙ্কান দলের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।