ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

গোল শূন্যতেই শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, সেপ্টেম্বর ৬, ২০১৮
গোল শূন্যতেই শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথমার্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না করেই বিরতিতে গেছে দল দুটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চলা এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন নিয়ে নেমেছে। প্রথম ম্যাচে শুরুর একাদশে মামুনুল ইসলাম মামুনকে না রেখে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে নামানো হয়।

তবে বৃহস্পতিবারের (৬ সেপ্টেম্বর) এই ম্যাচে তাকে রাখা হয়েছে শুরুর একাদশেই। রক্ষণভাগের খেলোয়াড় আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে খেলছেন মামুনুল।


টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে স্বাগতিকরা। অপরদিকে পাকিস্তানও ২-১ ব্যবধানে হারায় নেপালকে। এই ম্যাচে জয়ী দলের সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

বাংলাদেশ সময়ঃ ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।