ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপের জেলা পর্যায়ে খেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, সেপ্টেম্বর ১৭, ২০১৮
শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপের জেলা পর্যায়ে খেলা শুরু

শেরপুর: শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। 

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে উদ্বোধনী খেলায় নালিতাবাড়ী উপজেলা একাদশ ২-০ গোলে শেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে। নালিতাবাড়ীর পক্ষে গোল দু’টি করেন শাহিনুর শাহীন।

 

এর আগে কবুতর ও বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক। এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার।  

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।