ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

রোমার বিপক্ষে রিয়ালের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, সেপ্টেম্বর ২০, ২০১৮
রোমার বিপক্ষে রিয়ালের দাপুটে জয় রিয়ালের জয়। ছবি: সংগৃহীত

ইতালিয়ান ক্লাব রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার অভিযানে বেশ ভালোভাবেই শুরু করল রিয়াল মাদ্রিদ। ম্যাচের পুরোটা সময় দাপটের সঙ্গে খেলেই এই জয় পায় হুলেন লোপেতেগির দল।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ের নিজেদের মাঠে ৩-০ গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করতে রিয়াল।

প্রথমার্ধের ৪৫ মিনিটে ইসকোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রি কিক থেকে আসে স্প্যানিশ এই ফরোয়ার্ডের গোলটি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দারুন এক গোলের সুযোগ হারান বেল। তুরস্কের মিডফিল্ডার জেনগিস উন্দারের জোরালো শট ঠেকিয়ে দেন রিয়ালের কেইলর নাভাস। পাল্টা আক্রমণে করিম বেনজেমার গুছানো পাস ডি-বক্সে পেয়েও উড়িয়ে মারেন বেল।

অবশেষে ৫৮তম মিনিটে সাফল্যের দেখা পান বেল। মদ্রিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে পাঠান এই উইঙ্গার। এরপর অতিরিক্ত সময়ের দুর্দান্ত এক গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন বেলের বদলি নামা মারিয়ানো।  

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘন্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।