ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

৫ বছরের চেলসি সম্পর্ক শেষে মোনাকোতে ফেব্রেগাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
৫ বছরের চেলসি সম্পর্ক শেষে মোনাকোতে ফেব্রেগাস ছবি: সংগৃহীত

চেলসির সঙ্গে ৫ বছরের সম্পর্কের ইতি টেনে মোনাকোতে যোগ দিলেন সেস ফেব্রেগাস। আর্সেনালে খেলাকালীন সাবেক সতীর্থ থিয়েরি অঁরির কোচিংয়ে নতুন বছরে খেলতে দেখা যাবে এই স্প্যানিশকে। ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিগ ওয়ানের দলে চুক্তি করেন তিনি।

এর আগে ২০১৪ সালে বার্সেলোনা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন ফেব্রেগাস। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৮ ম্যাচ খেলে ২২টি গোল করেন এই মিডফিল্ডার।

৩১ বছর বয়সী এই তারকা ফুটবলারের পেশাদারী খেলা অবশ্য আর্সেনাল দিয়ে শুরু হয়। ২০০৩ সালে গানারদের দলে যোগ দিয়ে খেলন দীর্ঘ ২০১১ সাল পর্যন্ত। পরে ৪ মৌসুম দেশের ক্লাব বার্সাতে খেলেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।