ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোপা দেল রে’র কোয়ার্টারে বার্সার প্রতিপক্ষ সেভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
কোপা দেল রে’র কোয়ার্টারে বার্সার প্রতিপক্ষ সেভিয়া ছবি: সংগৃহীত

স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ ঘরোয়া লিগ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। তবে শেষ আটেই কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছে গত চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। কেননা গত আসরে সেভিয়ার বিপক্ষে খেলেছিল আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। এবার তাদের সঙ্গে আগেই দেখা হচ্ছে।

বার্সার জন্য অবশ্য ভালো-খারাপ দুটি সংবাদই আছে। গত আসরে সেভিয়ার বিপক্ষে ফাইনাল খেললেও, শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন মেসি-সুয়ারেজরা।

কিন্তু সেভিয়া স্প্যানিশ দল হিসেবে বরাবরই শক্তিশালী। এছাড়া এই মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলে তিনে রয়েছে তারা।

এদিকে স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ তুলনামূলক কম শক্তির দল জিরোনার সঙ্গে কোয়ার্টারে খেলবে। যেখানে গেটাফের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ও এসপানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল বেটিস। শেষ আটের ম্যাচে দুটি লেগ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।