ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা ৩৩ ম্যাচ অপরাজিত ‘অল রেডস’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
টানা ৩৩ ম্যাচ অপরাজিত ‘অল রেডস’

ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে ক্লাব রেকর্ড টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইল ‘অল রেডস’ খ্যাত লিভারপুল। লিগের সবশেষ ম্যাচে বোর্নমাউথের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে লিভারপুল। জার্গেন ক্লপের শিষ্যরা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে।

প্রথমার্ধে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও নাবি কেইতার গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন মোহামেদ সালাহ।

টানা সপ্তম জয়ে শিরোপার পথে ১১ পয়েন্টে এগিয়ে গেল গতবারের রানার্স-আপরা।

ম্যাচের ৩৫ মিনিটে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন আর ৪৪ মিনিটে নাবি কেইতার গোলে ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন সালাহ।

১৬ ম্যাচে ১৫ জয় আর এক ড্র’তে লিভারপুলের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৪৬। দুইয়ে থাকা লিচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে সংগ্রহে রেখেছে ৩৫ পয়েন্ট। একই সময়ে হওয়া লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পার। ১৬ ম্যাচে ষষ্ঠ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে টটেনহ্যাম।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এমআরপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।