ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিভারপুল ছবি:সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মনতেরিকে ২-১ গোলে হারিয়ে আসরটির ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। ম্যাচের শুরুতেই নাবি কেইতার গোলে এগিয়ে গেলেও দ্রুতই সমতায় ফেরে মেক্সিকান ক্লাবটি। তবে যোগ করা সময়ে রবার্তো ফিরমিনোর গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

বুধবার কাতারের রাজধানী দোহায় শেষ চারের ম্যাচে মুখোমুখি হয় কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মনতেরি ও উয়েফা চ্যাম্পিয়ন লিগজয়ী লিভারপুল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা আবার এই টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনাল খেলে।

শুরুর একাদশে হালকা মেজাজের দল নিয়ে খেলতে নামা লিভারপুল ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায়। মোহামেদ সালাহর পাস থেকে গোলটি করেন কেইতা। তবে তিন মিনিট পরেই প্রতিপক্ষের রোগেলিও ফুনেস মোরি গোল করলে সমতা পায় মনতেরি। কিন্তু বদলি হিসেবে নামা ফিরমিনো যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে দলকে ম্যাচ জিতিয়ে ছাড়েন। অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে বল পেয়ে ছোট ডি-বক্সের ভেতর থেকে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান।

আগামী ২১ ডিসেম্বর ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে ফাইনালে খেলবে লিভারপুলের।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।