ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানে লাল মোহন বাহাদুর কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে বান্দরবান রাজার মাঠে বান্দরবান ফুটবল একাডেমির আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়। উদ্বোধনী ম্যাচে বাঘমারা ব্রার্দাস ইউনিয়ন এফসিকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে পার্থ একাদশ। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ধর্মবিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর।  আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, অ্যাডভোকেট সালাউদ্দিন কাদের প্রিন্স, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক উৎসব ঘোষ রাহুল, সদস্য সচিব পুলু মার্মা, বাবলু বড়ুয়া-সহ ক্রীড়াপ্রেমীরা।

প্রসঙ্গত, প্রয়াত লাল মোহন বাহাদুর বান্দরবানের একজন স্বনামধন্য ফুটবলার ছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র পিতা। তার স্মৃতির স্মরণে বান্দরবান ফুটবল একাডেমি এই টুর্নার্মেন্টের আয়োজন করেছে। প্রথমবারের মত এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে জেলার ৮টি ফুটবল দল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।