ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু     

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চালু


    

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগীয় স্বাস্থ্যসেবা কাযর্ক্রম চালু করা হয়েছে।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের এ স্বাস্থ্যসেবা কাযর্ক্রম চালু হয়।

এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. মো. সামিউল ইসলাম।  

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা শহরের নবীববাগ এলাকায় ৩৬ একর জায়গার ওপর প্রায় ৭০৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫০০ শয্যাবিশিষ্ট শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করা হয়েছে। বহির্বিভাগীয় স্বাস্থ্যসেবা কাযর্ক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকার টিকিটে স্বাস্থ্যসেবা নিতে পারবেন রোগীরা।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।