ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
বিএসএমএমইউতে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু

ঢাকা: রোগীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতা কমাতে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের ক্যানসার ভবনের অনকোলজি বিভাগে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যানসার রোগীদের চিকিৎসায় মেশিনের অভাব, মেশিন ক্রয়ের দীর্ঘসূত্রিতা, অনকোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ থেরাপিস্ট, টেকনোলজিস্ট, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারের স্বল্পতার বিষয়গুলো উঠে আসে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরেকটি রেডিওথেরাপির মেশিন চালুর ঘোষণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবা করতে পারলে আমার ভালো লাগে। শিক্ষা, গবেষণার পাশাপাশি রোগীদের সেবাই আমাদের মূল উদ্দেশ্যে। ক্যানসার চিকিৎসায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। অনকোলজি বিভাগের সহযোগিতায় আমরা বৈকালিক শিফট চালু করেছি। অনকোলজির চিকিৎসায় নিয়োজিতদের রেডিয়েশন ঝুঁকিতে থাকতে হয়। আমি দায়িত্ব নেওয়ার পর সার্বজনীন ঝুঁকি ভাতা চালু করেছি। শিগগিরই অনকোলজি বিভাগে যারা রেডিয়েশনের কাজে সম্পৃক্ত তাদের অন্যান্য বিভাগের মতো ঝুঁকি ভাতা দিতে হবে।

তিনি বলেন, আমাদের সেবার মান আগের চেয়ে অনেক বেড়েছে। পদ্মা সেতু হওয়ায় গড়ে প্রতিদিন এক হাজার রোগী বেড়েছে। মেট্রোরেল পুরোটা চালু হলে হয়তো আরও এক হাজার রোগী বাড়বে। তাই এখনই প্রস্তুতি নিতে হবে। অনকোলজি চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ই সেরা সেবা দিয়ে যাচ্ছে। মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে আগামী ডিসেম্বরের মধ্যে আরেকটি রেডিওথেরাপি মেশিন ক্রয় হবে।

অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লার সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল অনকোলজির ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. মোছা. রোকাইয়া সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অনকলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনকোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।