ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্য খাতে সব বৈষম্যের অবসান করতে চাই: বিশেষ সহকারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
স্বাস্থ্য খাতে সব বৈষম্যের অবসান করতে চাই: বিশেষ সহকারী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

ঢাকা: স্বাস্থ্য খাতে সব বৈষম্যের অবসান করতে চাই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, পৃথিবীর অন্যতম একটি খাত স্বাস্থ্য। কেন স্বাস্থ্য খাতে বিনিয়োগ বেশি হয়, কারণ এখানে মুনাফা বেশি। এটা দেশি কিংবা বিদেশি হোক, স্বাস্থ্য খাতে মুনাফা বেশি। দেশের স্বাস্থ্য খাতে আপনাদের জনবলের কারণে আমাদের নির্ভরশীলতা বেশি। এমন একটি সম্ভাবনাময় খাতে বিদেশি বিনিয়োগ হচ্ছে। সেই বিনিয়োগের একটা ডিরেকশন থাকবে।  

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বাংলাদেশ কেন্দ্রিক আমাদের একটি দৃষ্টিভঙ্গি আছে। ঢাকার সঙ্গে রংপুরের যে বৈষম্য আছে, ঢাকার মধ্যে গুলশানের সঙ্গে মোহাম্মদপুরের যে বৈষম্য আছে, নারীর সঙ্গে পুরুষের যে বৈষম্য আছে। আমরা এসব ধরনের বৈষম্যের অবসান চাই অন্ততপক্ষে স্বাস্থ্য খাতে। আমরা হয়তো সব রাষ্ট্রে এ বৈষম্যের অবসান করতে পারব না। আমরা চাইবো স্বাস্থ্য খাতে যেন বৈষম্যের অবসান হয়। সেই লক্ষ্যে স্বাস্থ্য খাতের বিনিয়োগকে আমরা ডিরেক্ট করার চেষ্টা করব। যেন এ বিনিয়োগ দেশের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য আছে, সেটা দূর করার জন্য নির্ধারণ করা হয়।  

তিনি বলেন, দেশের স্বাস্থ্যে বেসরকারি খাতের অবদান স্বীকার করে আমরা বলব, আপনাদের এখন সময় হয়েছে চিকিৎসা সেবার মানে মনোযোগী হওয়া। ‌‌মানে মনোযোগী হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার, সেটা যেন কোনোভাবেই আপনাদের বিকাশে বাধা না হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা শেষে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ১৭ থেকে ১৯ এপ্রিল আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মইনুল।

মেলায় চীন, জাপান, পাকিস্তান, ভারত, কোরিয়া ও অন্যান্য দেশ থেকে প্রায় দুই শতাধিক মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারক কোম্পানি উপস্থিত ছিল।  

এ মেলার মাধ্যমে বাংলাদেশে চিকিৎসা খরচ কমিয়ে আনাসহ মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে জানান আয়োজকরা।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।