ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জ জেনারেল হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, মে ৭, ২০২৫
না.গঞ্জ জেনারেল হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের উদ্বোধন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করা হয়েছে।

বুধবার (৭ মে) ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চার বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি বলেন, আমরা সবার সুস্থতা কামনা করি। কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কারণে হাসপাতালে যেতে হয়। সেই দিক বিবেচনা করে আমরা চিন্তা করেছি, কীভাবে এই হাসপাতালকে আরও জনবান্ধব করে গড়ে তোলা যায়। মানুষ যেন যথাযথ সেবা পায়, সে লক্ষ্যে আমরা ডাক্তার ও সিভিল সার্জনকে নিয়ে এ কার্যক্রম শুরু করেছি।

জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থভাবে এ পৃথিবীতে আসতে পারে, সে জন্য নবজাতকদের জন্য একটি স্পেশাল কেয়ার ইউনিটের কথা বলেছিলাম গত সপ্তাহে। আমরা সাত দিনের মধ্যে চেষ্টা করে সেই স্পেশাল কেয়ার ইউনিটটি চালু করেছি। এখানে চারটি বেড থাকবে।

জেলা প্রশাসক বলেন, আমাদের যেসব মায়েরা সরকারি হাসপাতালে আসেন, তাদের অনেকের পক্ষেই প্রাইভেট হাসপাতালের খরচ বহন করা সম্ভব হয় না। আমরা তাদের মুখে হাসি ফোটাতে এই স্পেশাল কেয়ার ইউনিট চালু করেছি।

তিনি আরও জানান, এখানে একটি আইসিইউ চালুর জন্য আলোচনা চলছে। আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই দশ বেডের আইসিইউ চালু করার চেষ্টা করবো।

এ সময় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আমাদের জেলা প্রশাসন ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের দুটি হাসপাতালকে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা এই হাসপাতালে শিশুদের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করতে পেরেছি।

এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ