ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বেকায়দায় চার হাজার বিএসএন নার্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, নভেম্বর ১২, ২০১৪
বেকায়দায় চার হাজার বিএসএন নার্স ছবি: রাশেদুল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি চাকরিতে সুনির্দিষ্ট কোনো নিয়োগ বিধি না থাকায় সদ্য পাস করা চার হাজার গ্রাজুয়েট রেজিস্টার্ড নার্স (বিএসএন) বেকায়দায় পড়েছেন।
 
২০১২ সালে সাতটি সরকারি মেডিকেল কলেজ ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে পাস করা এসব নার্স প্রথম ব্যাচে বের হয়েছেন।


 
ডিগ্রিধারী এসব নার্স নিয়োগের ক্ষেত্রে প্রথম শ্রেণীর মর্যাদাসহ বেশ কয়েকটি দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন।
 
এরই অংশ হিসেবে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসব দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
 
বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) বিষয়ে পাস করা নার্স ও শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
 
আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।