ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

মোদির মানহানি, রাহুল গান্ধীর ২ বছরের জেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
মোদির মানহানি, রাহুল গান্ধীর ২ বছরের জেল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটের সুরাটের একটি আদালত এ রায় ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

রায়ের সময় রাহুল গান্ধী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন দেওয়া হয়। এই সময়ের মধ্যে তিনি আপিলের সুযোগ পাবেন।

এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মোদিপন্থীরা। তবে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস।

জানা যায়, ২০১৯ সালে রাহুল গান্ধী মোদি উপাধি নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয়। রাহুল বলেছিলেন, সব মোদি কেন চোর হয়?

রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটের সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।

এ ধরনের মামলার ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধানই রয়েছে ভারতীয় আইনে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআইএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।