ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে ট্রান্সফরমার বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ভারতে  ট্রান্সফরমার বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু

উত্তর ভারতের উত্তরাখণ্ড প্রদেশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

প্রদেশের সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ জুলাই) সকালে হিমালয় প্রদেশের চামোলি জেলার একটি পয়োনিষ্কাশন প্ল্যান্টের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। ফেডারেল সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অংশ হিসেবে গঙ্গা নদী সংরক্ষণে এ প্লান্টের কাজ চলছিল।

কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং হোম গার্ড আধাসামরিক বাহিনীর তিনজন সদস্য রয়েছেন।

তারা আরও জানান, হোমগার্ড কর্মীরা পুলিশ অফিসারকে উদ্ধার করার সময় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের সংবাদ মাধ্যমগুলোর তথ্যানুসারে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আমরা চামোলি জেলায় একটি ভয়াবহ ঘটনার খবর পেয়েছি। এ দুর্ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে এবং আহতদের বড় হাসপাতালে স্থানান্তর করতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

চামোলি জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা বলেছেন, কীভাবে ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত তদন্তের পরেই স্পষ্ট হবে। তবে এটি মনে হচ্ছে বিদ্যুতের কারণে ঘটেছে।

বর্ষায় রেকর্ড বৃষ্টিতে উত্তর ভারতের বেশিরভাগ নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার কারণেও এ দুর্ঘটনা ঘটতে পারে।

প্রবল বন্যায় গত তিন সপ্তাহে এ অঞ্চলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

গত এপ্রিলে দক্ষিণ ভারতে হিন্দুদের উৎসবের মিছিলের ট্রাক বিদ্যুতের তারের সংর্স্পশ হলে ১১ জনের মৃত্যু হয়।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।