ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ভারত

আগরতলা রেলস্টেশনে ৩ বাংলাদেশি তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, মে ২০, ২০২৪
আগরতলা রেলস্টেশনে ৩ বাংলাদেশি তরুণী আটক

আগরতলা (ত্রিপুরা): অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশি তরুণীকে আগরতলা রেলস্টেশনে আটক করা হয়েছে।  

আটক ৩ তরুণী হলেন- রোজিনা আক্তার (৩৬), পারুল বেগম (৩৬) ও সুলতানা বেগম (২৬)।

সোমবার (২০ মে) দুপুরে আগরতলা রেলস্টেশনের রেল পুলিশ (জি আরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস সংবাদমাধ্যমকে জানান, বিশেষ সূত্রে রোববার তাদের কাছে খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে কয়েকজন বাংলাদেশের নাগরিক দূরপাল্লার ট্রেনে করে অন্য কোথাও যেতে পারে এমন খবরের ভিত্তিতে স্টেশনের প্রবেশের প্রতিটি গেটে সাদা পোশাকে বিশেষ নজরদারি চালাতে থাকেন।  

বিকেলে পার্সেল গেট দিয়ে ৩ সন্দেহভাজন তরুণীকে রেলস্টেশনে প্রবেশ করতে দেখে জিজ্ঞাসাবাদ চালানো হয়। প্রথমে ওই তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেন। কিন্তু তারা কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।  

অবশেষে স্বীকার তারা বাংলাদেশি নাগরিক এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছেন। আগরতলা থেকে ট্রেনে করে করে আহমেদাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পরে তাদের ভারতীয় পাসপোর্ট আইনে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের প্রবেশের পেছনে বড় দালাল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ২০ , ২০২৪
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।