ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল আনছে স্পর্শক ‘ব্লাইন্ড টাইপ’ কিবোর্ড

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, অক্টোবর ৫, ২০১০
গুগল আনছে স্পর্শক ‘ব্লাইন্ড টাইপ’ কিবোর্ড

গুগল আর চমক একই সূত্রে বাঁধা। সে কথাই জানান দিতে এরই মধ্যে গুগল কিনেছে মোবাইল ফোনভিত্তিক স্পর্শক কিবোর্ড।

নাম ‘ব্লাইন্ড টাইপ’। এ কিবোর্ডে অনেকটা না দেখেই টাইপের কাজ সম্পন্ন হবে বলে এর নাম ব্লাইন্ড টাইপ। ফলে এ কিবোর্ড ব্যবহারকারীরা দ্রুত, সহজে এবং স্বয়ংক্রিয়ভাবেই নিজের কিবোর্ড আউটপুট উপভোগ করতে পারবেন।

প্রযুক্তিপণ্য বিশ্লেষকদের ভাষ্যমতে, গুগল তাদের আসন্ন মোবাইল ফোনের জন্য স্পর্শক প্রযুক্তির ‘ব্লাইন্ড টাইপ’ কিবোর্ড ক্রয় করার পরিকল্পনা করে। এ সোইপ স্পর্শক কিবোর্ডের মাধ্যমে অ্যানড্রইড এবং অ্যাপল আইওএস অপারেটিং সমর্থিত মোবাইল ফোনের কিবোর্ডগুলো হয়ে উঠবে আরও ব্যবহারবান্ধব।

অচিরেই এ কিবোর্ডযুক্ত মোবাইল ফোনের টাইপ পদ্ধতিতে আরও আধুনিক ফিচার যুক্ত হবে। সোইপ কিবোর্ডে শুধু আঙ্গুলের সামান্যতম স্পর্শেই মোবাইল ফোনের পর্দায় লেখাগুলো প্রদর্শিত হবে। এ পদ্ধতি স্বয়ংক্রিয়, নির্ভুল এবং দ্রুত আউটপুট সেবা নিশ্চিত করতে সক্ষম। আর এতে থাকছে হাজারো সম্পাদিত শব্দের স্বনিয়ন্ত্রিত ভান্ডার।

উল্লেখ্য, গুগল যদি এ পদ্ধতিকে আন্তর্জাতিক ভাষার পাশাপাশি বিশ্বের অন্য সব ভাষার উপযোগী করে তৈরি করে তাহলে এ প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারবেন বিশ্বের কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারী। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের আসন্ন সব মোবাইল ফোনেই এ সোইপ প্রযুক্তির স্পর্শক কিবোর্ড সুবিধা উপভোগ করা যাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ