ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অশ্লীল বার্তা পাঠানোর দায়ে তিন যুবক হাজতে!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, অক্টোবর ৫, ২০১০
অশ্লীল বার্তা পাঠানোর দায়ে তিন যুবক হাজতে!

অশ্লীল এসএমএস পাঠানোর দায়ে ভারতের পুনেতে তিন যুবককে আটক করেছে পুলিশ। এরই মধ্যে আদালত এ তিন যুবককে হাজতে পাঠিয়েছে।

পুনা পুলিশ সূত্র জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর এক নব বিবাহিত গৃহবধু তার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে অশ্লীল এসএমএস পায়। এরপরই সে পুলিশের কাছে এসএমএস এর ব্যাপারে অভিযোগ করে। পরে মোবাইল সেবাদাতার মাধ্যমে পুলিশ এসএমএস প্রেরককে খুঁজে বের করে।

পুলিশ কর্মকর্তা সুহাস জানায়, মোবাইল সিমের মূল গ্রাহকের দুই বন্ধু এ এসএমএস পাঠিয়েছে। তবে এ মুহূর্তে শুধু মোবাইল ফোনের মালিককে আটক করা হয়েছে। তবে যুবকদ্বয় জানিয়েছে, তারা শুধু মজা করার জন্যই এমন মুঠোবার্তা (এসএমএস) পাঠিয়েছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ