ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিআরসিকে থ্রিজি সেবা বাস্তবায়নে সংসদীয় কমিটির নির্দেশ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, অক্টোবর ৭, ২০১০
বিটিআরসিকে থ্রিজি সেবা বাস্তবায়নে সংসদীয় কমিটির নির্দেশ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) বেসরকারি ব্যবস্থাপনায় সাবমেরিন কেবল স্থাপন, নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, টেলিস্টোরিয়াল কেবল স্থাপন এবং থ্রিজি নেটওয়ার্ক সেবা চালুসহ সব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন এবিএম গোলাম মোস্তফা।

কমিটির সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, বীরেন শিকদার, এসকে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল, বজলুল হক হারুন এবং আমিনা আহমেদ সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ মন্ত্রণালয়, বিটিআরসি, বিটিসিএলের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংসদীয় কমিটির এ সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দতা ও সেবার মানোন্নয়নে সুপারিশ করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ