ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যক্তি তথ্য নিরাপত্তায় সোশ্যাল নেটওয়ার্ক সুইসাইড টুল!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, অক্টোবর ৯, ২০১০
ব্যক্তি তথ্য নিরাপত্তায় সোশ্যাল নেটওয়ার্ক সুইসাইড টুল!

ভার্চুয়াল সামাজিক বন্ধনের তোপে হারিয়ে যাচ্ছে মৌলিক সম্পর্ক। নষ্ট হচ্ছে সময় আর প্রকাশ পাচ্ছে ব্যক্তিগত তথ্য।

এ মুহূর্তে এসব সামাজিক নেটওয়ার্কি সাইট অনেকেরই বাস্তব জীবনে আতঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে।

এ অবস্থা থেকে মুক্তি পেতে সামাজিক সাইট থেকে নিজের বিভিন্ন পোস্ট এবং ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে উপযুক্ত সমাধান হতে পারে ওয়েব ২.০ সুইসাইড মেশিন।

শুধু একটি সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক, মাইস্পেস, টুইটার বা লিঙ্কডইন এর মতো সামাজিক নেটওয়ার্কিং সাটই থেকে মাত্র ৫২ মিনিটে নিজের সব ব্যক্তিগত তথ্য ও পোস্ট মুছে ফেলা সম্ভব।

এ সফটওয়্যারের নাম ওয়েব ২.০ সুইসাইড মেশিন। এক ডাচ নির্মাতা এ সফটওয়্যার তৈরি করেছেন। এর মাধ্যমে মাত্র ৫২ মিনিটে সামাজিক সাইটে নিজের প্রোফাইলের গত ১০ ঘণ্টার সব পোস্ট মুছে ফেলা সম্ভব বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

এরই মধ্যে তিন হাজার সামাজিক সাইট ব্যবহারকারী এ সফটওয়্যার বিনামূল্যে ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করেছে। তাছাড়া আরও ৯০ হাজার ব্যবহারকারী এ সফটওয়্যার জন্য ব্যবহারের আবেদন করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ