ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সৌদি কোম্পানির সঙ্গে একীভূত হয়ে বড় বিনিয়োগ পাচ্ছে শপআপ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
সৌদি কোম্পানির সঙ্গে একীভূত হয়ে বড় বিনিয়োগ পাচ্ছে শপআপ

মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়াচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস বাণিজ্য প্ল্যাটফর্ম স্টার্ট-আপ কোম্পানি শপআপ। মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি ‘সারি’-এর সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে শপআপ।

নতুন সেই কোম্পানির নামকরণ করা হয়েছে ‘সিল্ক’ গ্রুপ।  

আর নতুন গ্রুপ গঠনের পর পরই ১১০ মিলিয়ন ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা। ‘সিল্ক’ গ্রুপের মাধ্যমে সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজতর হবে বলে আশা করা হচ্ছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই প্রতিষ্ঠানের মধ্যে এ–সংক্রান্ত চুক্তিও হয়ে গেছে। আজ বুধবার (৯ এপ্রিল) চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্‌বোধনী অনুষ্ঠানে শপআপ ও সারির একীভূত হওয়া ও বড় বিনিয়োগের ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে প্রচারের কথা রয়েছে।

একীভূত হলেও কোম্পানি দুটি নিজের নামেই নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাবে। তবে দুটি প্রতিষ্ঠানের সম্মিলিত তহবিলের মাধ্যমে উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারকে লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে। ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপে যোগ দিচ্ছে।

শপআপ বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন শপিং মার্কেট প্লেস, সারা দেশে ২০০ টিরও বেশি হাব পরিচালনা করছে কোম্পানিটি। অন্যদিকে সৌদি আরব, মিশর এবং পাকিস্তানে সারি’র কার্যক্রম রয়েছে। এটি একটি প্রযুক্তিনির্ভর বিটুবি মার্কেট প্ল্যাটফর্ম। যাদের কাজ হচ্ছে উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে দ্রুত তা ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিতে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বাজারে প্রায় দুই হাজার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে তারা। কোম্পানিটি ৩০ হাজারের বেশি পণ্য সরবরাহ করে তাদের গ্রাহকদের কাছে।

শপআপের মতে, সৌদি আরবে বসবাসরত ৩০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করেন। এসব প্রবাসী বাংলাদেশি যাতে সৌদি আরবে বসে যেন সহজে বাংলাদেশের পণ্য পেতে পারেন, লক্ষ্যে সৌদি প্রতিষ্ঠান সারির সঙ্গে শপআপকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শপআপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান এখন থেকে সিল্ক গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। আর সারির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আলদোসারি সিল্ক ফাইন্যান্সিয়ালের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

শপআপের শীর্ষ কর্মকর্তারা জানান, শুধু সৌদি আরব নয়; খুব শিগগিরই আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতেও এটি চালু করার পরিকল্পনা করছি। আগামী দশকে উপসাগরীয়-দক্ষিণ এশিয়া বাণিজ্য করিডোর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠবে। যেখানে ৬৮২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বাণিজ্য হবে। আর শপআপ এই সুযোগটি কাজে লাগাতে চায় এবং একটি বিশ্বব্যাপী কোম্পানিতে পরিণত হতে চায়।  

শপআপের সঙ্গে একীভূতকরণের বিষয়ে সিল্ক গ্রুপের সিইও আফিফ জামান বলেন, ‘এই একীভূতকরণের মাধ্যমে আমরা বিশ্বের বৃহত্তম বাণিজ্য করিডোরগুলো একটিতে প্রবেশ করছি, যা ৬৮২ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আমরা দ্রুত বর্ধনশীল অর্থনীতির কিছু পরিষেবা প্রদানের জন্য সামনের আসনে আছি যা আগামী দশকগুলোতে বিশ্বব্যাপী ব্যবহারের ক্ষেত্র তৈরি করবে, বিশ্বজুড়ে আমাদের পণ্যগুলিতে আরও বেশি অ্যাক্সেস দেবে। ’ 

সহায়ক সংস্থা সানাবিল ইনভেস্টমেন্টসের একজন মুখপাত্র বলেছেন, এই একীভূতকরণ সিল্ক গ্রুপের গভীরতা, দক্ষতা এবং পরিসর বাড়াবে। এই একীভূতকরণ সকল স্টেকহোল্ডারদের সুবিধা নিশ্চিতের জন্য আমরা কোম্পানির নেতৃত্বকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিল্ক ফাইন্যান্সিয়ালের সিইও মোহাম্মদ আলদোসারি বলেন, ‘দুই প্রতিষ্ঠান একীভূত হয়ে আমরা কেবল আমাদের ব্যবসার ক্ষেত্র প্রসারিত করছি না; আমরা জিসিসি [গাল্ফ কোঅপারেশন কাউন্সিল] এবং এশিয়াজুড়ে উদীয়মান  ডিজিটাল বাণিজ্য কীভাবে ব্যবসায়ীদের সেবা দেয় তার বিপ্লব করছি। আগামী ছয় মাস ধরে কোম্পানিটি গ্রুপ পর্যায়ে লক্ষ্য অর্জনের ওপর মনোযোগ দেবে।  

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ক সিল্ক-এর জন্য সুযোগ তৈরি করবে, কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।