ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অচিরেই বাংলাদেশে চালু হবে ইলেকট্রনিক দরপত্র

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, নভেম্বর ৯, ২০১০
অচিরেই বাংলাদেশে চালু হবে ইলেকট্রনিক দরপত্র

৯ নভেম্বর পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকারের সঙ্গে বৈঠকে বসেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন। এ বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম ছাড়াও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ইলেকট্রনিক দরপত্র প্রসঙ্গে অ্যালেন গোল্ডস্টেইন জানান, বাংলাদেশ সরকারের আগের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ই-টেন্ডারিং সেবা চালু হওয়ার সম্ভাবনা আছে। দরপত্র বাছাইয়ে স্বচ্ছতার সঙ্গে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বাস্তবায়নে ই-টেন্ডারিং সেবা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন বলেও তিনি জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার আগামী জানুয়ারি থেকে নির্বাচিত ১৭টি প্রতিষ্ঠানে ই-টেন্ডার সেবা চালু করার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৮, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ