ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হার্ডওয়্যার সমস্যায় বিপাকে পড়েছে অ্যামাজন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ডিসেম্বর ১৩, ২০১০
হার্ডওয়্যার সমস্যায় বিপাকে পড়েছে অ্যামাজন!

নিষ্ক্রিয় হয়ে পড়েছে জনপ্রিয় পণ্য ও সেবা বিক্রেতা ওয়েবসাইট অ্যামাজন। গত ১২ ডিসেম্বর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ইতালির অ্যামাজন সাইট ৩০ মিনিটের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে।



এ মুহূর্তে সব দেশের সাইট ঠিক হলেও যুক্তরাজ্যের অ্যামাজন ওয়েবসাইটে প্রবেশ করলেই দুঃখিত বার্তা প্রদর্শিত হচ্ছে। হার্ডওয়্যার সমস্যার কারণে এমনটি হয়েছে বলে অ্যামাজন সূত্র জানিয়েছে।  

এরই মধ্যে যুক্তরাজ্য ছাড়া অন্য সব দেশে এ সাইট সক্রিয় হয়েছে। উইকিলিকস পন্থীদের আক্রমণে সাইটটির হার্ডওয়্যার বিকল হয়েছে ধারণা করা হচ্ছে। তবে অ্যামাজন সূত্র এ তথ্য প্রত্যাখান করেছে।

অ্যামাজন মূখপাত্র জানিয়েছে, তাদের ইউরোপীয় ডাটাসেন্টার নেটওয়ার্কের হার্ডওয়্যার বিকল হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এর পেছনে উইকিলিকস পন্থীদের কোনো হাত নেই।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ