ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফবিট:

২০১১ সালে ৫০ কোটি স্মার্টফোন বিক্রি হবে!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, ডিসেম্বর ২৭, ২০১০
২০১১ সালে ৫০ কোটি স্মার্টফোন বিক্রি হবে!

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। অন্যদিকে জন্ম নিচ্ছে নতুন বছর।

নতুন বছরকে ঘিরে প্রাযুক্তিক বিশ্বের কারিগরদের নতুন সব উদ্ভাবনার তালিকা প্রায় চূড়ান্ত। অন্যদিকে বিভিন্ন পণ্যের সম্ভাব্য মাইলফলকের ছক বাঁধছে তথ্যপ্রযুক্তির গবেষকরা।

গবেষণাধর্মী প্রতিষ্ঠান আইডিসি সূত্র জানিয়েছে, আগামী বছর নাগাদ বিশ্বের রকমারি বৈশিষ্ট্যের স্মার্টফোনগুলোর মূল্য অনেক কমে যাবে। ধারণা করা হচ্ছে, মূল্য ১০০ ডলারেরও নিচে চলে আসবে। ফলে সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীদের হাতের নাগালে ধরা দেবে হাজারো বৈশিষ্ট্যসম্পন্ন স্মার্টফোন।

আর চাহিদা সঙ্গে বেড়ে যাবে স্মার্টফোনের বিক্রি। তাছাড়া ২০১১ সালের যে কোনো তারহীন ডিভাইসের মূল্য অনেকাংশে হ্রাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আইডিসি সূত্র।

তারা আরও জানিয়েছে, ২০১১ সালের মধ্যে স্মার্টফোনের বিক্রি ৫০ কোটি ছাড়াবে। উল্লেখ্য, ২০১০ সালে ২৭ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। অন্যদিকে ২০০৯ সালে বিক্রি হয়েছে ১৭ কোটি ৪০ লাখ স্মার্টফোন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ