ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফার অন ডিমান্ড :

১৭ হাজার টাকায় ২১.৫ ইঞ্চি এলইডি মনিটর

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, জানুয়ারি ২২, ২০১১
১৭ হাজার টাকায় ২১.৫ ইঞ্চি এলইডি মনিটর

বিখ্যাত ডেল ব্র্যান্ডের পি২২১১এইচ মডেলের নতুন এলইডি মনিটর এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ২১.৫ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

বৈশিষ্ট্য আর্সেনিক মুক্ত গ্লাস, মার্কারি মুক্ত প্যানেল, পিভিসি মুক্ত যন্ত্রাংশ। এ এলইডি মনিটর পরিবেশবান্ধব। মনিটরটি অ্যানার্জি স্টার ৫.০, টিসিও ৫.০, ইপিইএটি গোল্ড রেটিং স্ট্যান্ডার্ড সমর্থিত, তাই বিদ্যুৎ সাশ্রয়ী এবং খরচ বাঁচায়।

মনিটরটির অপটিমাল রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, ডায়নামিক কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৬০ বাই ১৭০ ডিগ্রি। আরও আছে ভিজিএ, ডিভিআইডি (এইচডিসিপি), ২টি ইউএসবি ২.০ পোর্ট প্রভৃতি সংযোগ সুবিধা বিদ্যমান।

এ মুহূর্তে দাম ১৭ হাজার টাকা। পণ্য ক্রয়ে থাকছে বিক্রয়োত্তর সেবা। অনুসন্ধানে : গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো : ০১৭১৩ ২৫৭৯০৬, ৮১২৩২৮১।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২৭, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ