ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২ মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বেড়েছে ৫০ মিলিয়ন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৫, এপ্রিল ২৫, ২০১৪
২ মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বেড়েছে ৫০ মিলিয়ন

তাৎক্ষণিক বার্তা বিনিময়ের  জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ । দুই মাস আগে হোয়াটসঅ্যাপকে  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের কিনে নেওয়ার খবরটি সামনে আসলে কেউকেউ বিরুপ মন্তব্যও করে।

১৯ বিলিয়ন ডলারে অধিগ্রহণ যা অনেকেই বিষ্ময়কর নজরে দেখে।

এমনকি অ্যাপসটির নিকটতম প্রতিদ্বন্দীরা নতুন ব্যবহারকারীর ব্যাপক আনাগোনা লক্ষ্য করে নড়ে বসে। ধারণা করা হয়, ফেসবুক হোয়াটসঅ্যাপের অধিগ্রহণ নেওয়ায় গ্রাহকরা মুখ ফিরিয়ে নিয়েছে।

কিন্তু সেই অনুমানকে পুরোটা মিথ্যা করে দিয়েছে সম্প্রতি এক ঘোষণা। ঘোষিত তথ্য মতে, মাত্র দুই মাসে সারা বিশ্বের ৫০ মিলিয়নের বেশি ব্যবহারকারী প্লাটফর্মটিতে যুক্ত হয়েছে। অন্যান্য দেশের মধ্যে ব্রাজিল, ইন্ডিয়া, মেক্সিকো, রাশিয়ার ব্যবহারকারী সবচেয়ে বেশি। এর মাধ্যমে ব্যাবহারকারীরা দিনে ৭০০ মিলিয়ন ছবি এবং ১০০ মিলিয়ন ভিডিও শেয়ার করে থাকে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ