ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়া ফোনের ব্র্যান্ডিং এখনও চুড়ান্ত হয়নি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, এপ্রিল ২৭, ২০১৪
নকিয়া ফোনের ব্র্যান্ডিং এখনও চুড়ান্ত হয়নি

নকিয়াকে মাইক্রোসফটের কিনে নেওয়ার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও পণ্যের ব্র্যান্ড কি হচ্ছে সে বিষয়ে কোনো প্রতিষ্ঠানই এখনও সঠিক কোনো তথ্য দেয়নি। ফলে উইন্ডোজ ফোনের পরের পণ্য-বিভাগটি কি নামে পরিচিতি পাবে তা আপাতত অজানা।



৬ মাস আগে মাইক্রোসফট নকিয়াকে কিনে নেওয়ার ঘোষণা দেয়। সম্প্রতি পাকাপাকিভাবে নকিয়াকে নিজ অধিকারে পেলো সফটওয়্যার জায়ান্ট।

উল্লেখ্য, নকিয়ার পণ্য বিভাগের ইভিপি স্টিফেন ইলোপ প্রত্যাশানুযায়ী দীর্ঘ এক চিঠি লিখেছেন। চিঠিতে তিনি জানান, মাইক্রোসফট নকিয়ার ‘নকিয়া পণ্য এবং সেবা ব্যবসা’ আনুষ্ঠানিকভাবে গ্রহন করেছে। পিসি এবং মেবাইল শিল্পে উভয় প্রতিষ্ঠানের কতটা আগ্রহ এবং কিভাবে অদম্য প্রচেষ্টায় নিজেদের অবস্থান দৃঢ় করেছে সে বিষয়েও বর্ণনা দিয়েছেন স্টিফেন। এছাড়া উইন্ডোজ ফোন বিক্রিতে নকিয়ার অবদানের কথা তুলে ধরেন।

তবে প্রচলিত কি থাকছেনা এখনও তা অস্পষ্ট। কারণ স্টিফেন চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি। যেমন নকিয়া পণ্যে কি ব্যান্ডিং হচ্ছে।

তাই ধরে নেওয়া হচ্ছে সেটাই কি হচ্ছে অর্থাৎ মাইক্রোসফট এরইমধ্যে যেটি ঠিক করে রেখেছে নাকি নতুন সব নকিয়া-পণ্যকে লুমিয়া নামে ডাকা হবে।

এদিকে উৎসুকরা প্রত্যাশায় রয়েছে খুব শিঘ্রই বিষয়টি মাইক্রোসফট সকলের সামনে নিয়ে আসবে কেননা বিশ্ব ভালবাসে নকিয়াকে। এছাড়া মাইক্রোসফট কি নব-যাত্রায় মিলিয়ন ডলার খরচা করবে এমনও ধারণা রয়েছে আলোচক-মহলে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ