ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার সোর্সকে ডেলের বেস্ট পারফরমার সম্মাননা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, মে ১, ২০১৪
কম্পিউটার সোর্সকে ডেলের বেস্ট পারফরমার সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিদায়ী অর্থ বছরে বাংলাদেশের আইটি বাজারে অনবদ্য অবদান রাখায় ‘ডেল বেস্ট পারফরমার’ হয়েছে কম্পিউটার সোর্স। রাজধানীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডেল অ্যাপরিসিয়েসন নাইট’ শীর্ষক অনুষ্ঠানে ‘বেস্ট কনজ্যুমার’ ক্যাটাগরিতে দেশের অন্যতম এই প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফের হাতে পদক তুলে দেন ডেলের ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাজার উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সালেহ এম হাজি মুন্সি। এসময় ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির উপস্থিত ছিলেন।

এ সম্মাননাকে সামগ্রিক সফলতা উল্লেখ করে কম্পিউটার সোর্স ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ বলেন, সকলের কঠোর পরিশ্রম আর নিষ্ঠায় গ্রাহক আস্থা অর্জনের মাধ্যমে আমরা সফল হতে পেরেছি। আজকের এ সম্মাননা আগামীতে আরও ভালো করতে অনুপ্রেরণা দিবে বলে আশাবাদ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মে ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ