ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন অফারে ‘স্মার্ট টেকনোলজিস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, এপ্রিল ২৮, ২০১৪
নতুন অফারে ‘স্মার্ট টেকনোলজিস’

অ্যাভিরা এবং তোশিবা ব্র্যান্ডের পণ্যে নতুন অফার ঘোষণা করেছে দেশের অন্যতম প্রযুক্তিপণ্য-পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। এ অফারের আওতায় একটি অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনে পাওয়া যাবে “একটি মগ এবং একটি ওয়্যারলেস মাউস, একটি মগ এবং একটি স্টেরিও হেডফোন অথবা একটি মগ এবং একটি ৮জিবি পেনড্রাইভের” মধ্যে যেকোনো একজোড়া উপহার।

এছাড়া তোশিবার যেকোন মডেলের ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতাদের ভাগ্যে মিলতে পারে স্মার্টফোন, প্রেসার কুকার, ফ্রাই প্যান, টোস্টার, নববর্ষের ফতুয়া, টি-শার্ট ও ক্যাপ, তোশিবা মগ এবং আগোরা শপিং ভাউচার সহ আরও আকর্ষনীয় উপহার।

উল্লেখ্য, অ্যাভিরার অফার স্টক থাকা পর্যন্ত এবং তোশিবার অফারটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। “০১৭৩০৩১৭৭২৩ (অ্যাভিরা), ০১৭৫৫৬০৬৩১৯ (তোশিবা)” এ নাম্বারে যোগাযোগে বিস্তারিত জানা যাবে ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ