ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ফোনের থ্রিজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, মে ৬, ২০১৪
চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ফোনের থ্রিজি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ফোনের থ্রিজি নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের বাতেনখাঁ মোড়স্থ গ্রামীণ ফোন সেন্টারে কেক কেটে থ্রিজি নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।



এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, গ্রামীণ ফোনের বিভাগীয় ব্যবস্থাপক আশফাকুজ্জামান চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ, প্রযুক্তি ব্যবস্থাপক মীর কামরুল ইসলাম, ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার শাহ মোস্তাকিম, গ্রামীণ ফোনের জেলা প্রতিনিধি মামুন অর রশিদসহ গ্রামীণ ফোনের আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীরা।

পরে থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ