ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে এলজি ‘মুভি স্ক্রিন টেকনোলজি’ মনিটর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, মে ১১, ২০১৪
বাজারে এলজি ‘মুভি স্ক্রিন টেকনোলজি’ মনিটর

এলজি ব্র্যান্ডের মুভি স্ক্রিন প্রযুক্তির নতুন মনিটর দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। ২১.৫ ইঞ্চির আইপিএস প্যানেলের এলইডি ২২এমপি৬৫এইচকিউ মডেলের এ মনিটরের রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল।

আকর্ষনীয় গড়ন ও সরু ফ্রেমের মনিটরে রেসপন্স টাইম ৫ মিলিসেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮-ডিগ্রী/১৭৮-ডিগ্রী, ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫,০০০,০০০:১।

এতে সুপার এনার্জী সেভিং প্রযুক্তি থাকায় বিদ্যুত সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। অন্যান্য সুবিধায় আছে ডি-সাব, এইচডিএমআই, হেডফোন আউট।

দাম ১৪ হাজার ৫’শ টাকা। যোগাযোগে: ০১৭১৩২৫৭৯২২।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ