ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে ৩৮৫০ টাকায় ম্যাক্সিস ডুয়ালকোর থ্রিজি স্মার্টফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, মে ১২, ২০১৪
বাজারে ৩৮৫০ টাকায় ম্যাক্সিস ডুয়ালকোর থ্রিজি স্মার্টফোন

মোবাইল ফোন প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান ‘মেক্সিস মোবাইল’ বাজারে আনল ডুয়াল কোরের থ্রিজি স্মার্টফোন।

দেশের ক্রমবর্ধমান স্মার্টফোনের চাহিদা পুরণে এবং দাম সকল ক্রেতার নাগালে রাখতে নতুন এ৮০ মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩ হাজার ৮৫০ টাকা।



মিডিয়াটেক প্লাটফর্মে তৈরি ৩.৫ ইঞ্চি পর্দার এ পণ্যের বিশেষ বৈশিষ্ট্যগুলো-থ্রিজি সাপোর্ট, অ্যান্ড্রয়েড ৪.২.২ (জেলিবিন), ৠাম ৫১২ এমবি, রম ৪ জিবি, ৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ১.৩ মেগাপিক্সেল অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা, থ্রিজি ভিডিও কলিং, জিপিএস অনলাইন টিভি ছাড়াও অ্যানড্রয়েড সক্ষমতার বিভিন্ন অ্যাপস সুবিধা।

হ্যান্ডসেটটিতে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়া মেক্সিসের ১২টি সার্ভিস সেন্টার এবং ৪৫টি কালেকশন পয়েন্ট থেকে ক্রেতারা ১ বছরের ওয়ারেন্টি সার্ভিস নিতে পারবে। আরো জানতে: “০১৮৪১৬৮৬৮০১”।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ