ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জবস বিডি’তে ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মে ২৫, ২০১৪
জবস বিডি’তে ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ

বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রযাত্রায় আন্তর্জাতিক-কর্মসংস্থানের প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রতিযোগিতামূলক আজকের পরিবেশে চাকরি পাওয়া এবং যোগ্য প্রার্থী খোঁজা দুটোরই সমান গুরুত্ব রয়েছে।

দেশের নব-প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত করে চাকরীর বাজারে যথাযথ উপযোগী করে গড়তে দেশে বিভিন্ন ধরনের জবপোর্টাল, অনলাইন-ভিত্তিক কর্মসংস্থান প্রক্রিয়া, কনসালটেন্সি ফার্ম, ওয়েব সাইট রেয়েছে। যার মাধ্যমে একজন নিয়োগ দাতার যেমন স্বল্প সময়ে, স্বল্প খরচে এবং যোগ্য প্রার্থী খুজে পাওয়া সম্ভব তেমনি এসব মাধ্যমে বিভিন্ন বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে কাঙ্খিত ক্যারিয়ার গঠনও সম্ভব একজন চাকরী প্রত্যাশীর।

এ লক্ষ্যে জবসবিডি ডটকম ক্যারিয়ার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। অনলাইনে উপার্জনে মাসব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে অনলাইনে কাজ পাওয়ার উপায়,  কাজের ধরন এবং ঘরে বসেই দৈনিক ৪ থেকে ৫ ঘণ্টা কাজ করে প্রতিমাসে প্রত্যাশানুযায়ী আয়ের উপায় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কম্পিউটারে মৌলিক ধারণাসম্পন্ন এবং এইচএসসি পাশ যে কেউ কোর্সটি করতে পারবে।

বিস্তারিত জানতে: “০১৭১৩৪৯৩১৫৯”।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ