ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রথমবারের মতো বিসিএস’এ নির্বাহী পরিচালক নিয়োগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জুন ১৮, ২০১৪
প্রথমবারের মতো বিসিএস’এ নির্বাহী পরিচালক নিয়োগ

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাহী পরিচালক পদে যোগদান করেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শাহ আলম সিদ্দিকী। দেশের প্রযুক্তিপণ্যের ব্যবসা খাতের শীর্ষ এ সংগঠেনর কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে এই প্রথমবার নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।



বিসিএস সভাপতি এ. এইচ.এম. মাহফুজুল আরিফ বলেন, নির্বাহী পরিচালক নিয়োগের মধ্য দিয়ে বিসিএসে  নতুন এক যুগের সূচনা হলো। এর মাধ্যমে বিসিএস সচিবালয়কে শক্তিশালীকরণ, কাজের স্বচ্ছতা নিশ্চিত করা, সদস্য-সেবার মান আরও উন্নত করা এবং সদস্যদের কল্যাণে নেয়া কার্যক্রমকে এগিয়ে নেওয়া সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ