ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে হোটেল সি প্যালেসের বুকিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জুন ২১, ২০১৪
অনলাইনে হোটেল সি প্যালেসের বুকিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: এখন থেকে কক্সবাজারের হোটেল সি প্যালেসের গ্রাহকরা অনলাইনে বুকিং দিতে পারবেন। এজন্য হোটেলটির অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা চালু করেছে এসএসএলকমার্জ।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুন হোটেল কর্তৃপক্ষ এবং সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল ওয়্যারলেস) মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হোটেল সি প্যালেসের সিইও মোহাম্মদ নাছিমুল হক, এসএসএল ওয়্যারলেসের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) একেএম সোহান আলম, জেনারেল ম্যানেজার (জিএম) আশীষ চক্রবর্তী এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,  এই বিশেষ সার্ভিসের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে হোটেল রিজার্ভেশন করতে পারবেন।

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ