ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রূপগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, জুন ২৪, ২০১৪
রূপগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ এলাকায় আয়োজিত মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া।



এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গোলজার হোসেন, আলহাজ্ব বরকত উল্লাহ, কৃষি কর্মকর্তা আশোক পারভেজ প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ১০টি স্টল দেওয়া হয়েছে। উদ্বোধন ও মেলা পরিদর্শন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ২৪ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ