ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি পণ্যে ‘ঈদ হই হুল্লোড়’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, জুলাই ৮, ২০১৪
এইচপি পণ্যে ‘ঈদ হই হুল্লোড়’

ঈদ উল ফিতর উপলক্ষ্যে ‘ঈদ হই হুল্লোড়’ চলছে এইচপি পণ্যে। সেরা এই ব্র্যান্ডটির নোটবুক, ডেস্কটপ, ওয়ার্কস্টেশন, প্রিন্টার, কালি এবং টোনারের সঙ্গে কেবল গ্রাহক পর্যায়ে অফারটি ঘোষণা করেছে কম্পিউটার সোর্স।

স্টক থাকা পর্য়ন্ত এইচপি এলিটবুক এবং জেডবুকের সঙ্গে আগ্রহী ক্রেতারা উপহার হিসেবে পাবেন এক হাজার টাকার গিফট ভাউচার।

এছাড়া এইচপি প্যাভিলয়ন ও প্রোবুক এবং এইচপি লেজার জেড প্রিন্টারের সঙ্গে ৭০০ টাকা এবং কোর আইথ্রি নোট বুক, সিপিসি, ওয়ার্কস্টেশন, ডেস্কটপ পিসিতে রয়েছে ৫০০ টাকার গিফট ভাউচার। এর বাইরে এইচপি ইঙ্কজেড প্রিন্টার ও টোনারের সঙ্গে ৩০০ টাকা আর কার্টিজের ক্রেতাদের জন্য রয়েছে একটি গ্লাস।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ