ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে সিম্ফনি’র ফুল এইচডি স্মার্টফোন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, জুলাই ২৪, ২০১৪
বাজারে সিম্ফনি’র ফুল এইচডি স্মার্টফোন এক্সপ্লোরার জেড ফোর

ঢাকা: বাজারে এসেছে সিম্ফনি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন এক্সপ্লোরার জেড ফোর। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত আকর্ষণীয় ডিজাইনের এ হ্যান্ডসেটটির পুরুত্ব মাত্র ৭.২৫ মিলিমিটার।



৫.৫ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লের হ্যান্ডসেটটির ফুলএইচডি ডিসপ্লে ব্যবহারকারীদের হাই রেজ্যুলেশনের ভিডিও এবং গেমস খেলার মজা দেবে।

জীবন্ত ছবি এবং অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে মালি ৪৫০ জিপিইউ।

স্মার্টফোনটিকে শক্তিশালী এবং স্মুথ মাল্টি-টাস্কিং সুবিধাসম্পন্ন করার জন্য রয়েছে ১.৭ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এছাড়া রয়েছে ১৩ মেগাপিক্সেল রেয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় ফ্ল্যাশ লাইট, লাইভ ফটো মোড, অটো ফোকাস, প্যানোরমসহ রয়েছে আরও অনেক সুবিধা।
 
২৮০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারির এ হ্যান্ডসেটটিকে দীর্ঘসময় কার্যক্ষম রাখতে সহায়তা করবে। এছাড়া ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম, লাইট অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর,  জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সরসহ আরও বেশ কিছু সেন্সর রয়েছে হ্যান্ডসেটটিতে।

এছাড়া থ্রিজি, ওয়াইফাই, ওয়্যারলেস ডিসপ্লেসহ আকর্ষণীয় সব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আধুনিক প্রযুক্তির সব সুবিধা উপভোগ করতে পারবেন।

ওটিজি ক্যাবল সাপোর্ট সম্বলিত ডুয়েল মাইক্রো সিমের হ্যান্ডসেটটির বাজার মূল্য মাত্র ২২,৯৯০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ