ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রিন্টে মিলবে মানবদেহের ট্যিসু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, আগস্ট ৫, ২০১৪
প্রিন্টে মিলবে মানবদেহের ট্যিসু ছবি: সংগৃহীত

ঢাকা: এবার প্রিন্টের মাধ্যমে পাওয়া যাবে মানবদেহের ট্যিসু। শুধু ট্যিসুই নয় শরীরে পুনঃস্থাপিত প্রায় অবিকল অঙ্গের ছবিও মিলবে প্রিন্টের মাধ্যমে।



মঙ্গলবার থ্রিডি বায়ো প্রিন্টার নামে এমনই একটি প্রিন্টার বাজারে ছেড়েছে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান।

এ প্রিন্টারের মাধ্যমে জীবন্ত বস্তু, ট্যিসু প্রিন্ট করা যাবে। এছাড়া হৃ‍ৎপিন্ডের কোষের ছবিও সফলভাবে প্রিন্ট করা যাবে বলে প্রতিষ্ঠানটির দাবি।

বায়ো থ্রিডি টেকনোলজি নামে এ টোকনোলজির সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক ফান মিনোই বলেন, গবেষণাকে আরও ‘যুগান্তকারী’ পর্যায়ে নিয়ে যাবে এ প্রিন্টার। এর মাধ্যমে আরও সঠিকভাবে ওষুধের গবেষণা ও উন্নয়ন সম্ভব হবে।

থ্রিডি প্রিন্টিং এমন একটি পক্রিয়া যার মাধ্যমে ডিজিটাল মডেল থেকে যে কোনো আকৃতির ত্রিমাত্রিক বস্তু তৈরি করা যায়।

বাংলাদেশ সময়:  ১২২২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ