ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এডেটা ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৮, আগস্ট ২৮, ২০১৪
এডেটা ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল  ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে মঙ্গলবার ‘এডেটা ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এডেটা বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন, গ্লোবাল ব্র্যান্ডের জনসংযোগ এবং বিজ্ঞাপন ব্যবস্থাপক মাহবুবুল আলম, ব্র্যান্ড উন্নয়ন ব্যবস্থাপক সেলিম আহমেদ বাদলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।



উল্লেখ্য, ফেসবুকভিত্তিক এই প্রতিযোগিতাটি ২০১৪ ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজন করা হয়। অংশগ্রহনকারীদের মধ্যে যারা ১ম ম্যাচের বিজয়ী দলের সঠিক নাম অনুমান করে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২ জনকে পুরস্কৃত করা হয়। ভাগ্যবান বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে এডেটার ১ টেরা বাইট এক্সটার্নাল হার্ডডিস্ক এবং দিতীয় পুরস্কার এডেটার ১৬ জিবি ইউএসবি পেনড্রাইভ প্রদান করা হয়।

এডেটা বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজ: https://www.facebook.com/ADATA.Bangladesh|

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ